
রাইজিংসিলেট- জাতির প্রত্যাশা পূরণে Jamaat-এর পথচলা অব্যাহত থাকবে : সেলিম উদ্দিন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তর শাখার আমীর এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ইসলামী আন্দোলনের ইতিহাস ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। জামায়াতের ওপর বহুবার দমন-পীড়ন চালানো হয়েছে, নেতৃবৃন্দের বিরুদ্ধে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং দলের নিবন্ধন ও প্রতীক বাতিল করা হয়েছে। এমনকি সংগঠনটি নিষিদ্ধও করা হয়েছে। এরপরও দল তার আদর্শিক অবস্থানে অটল থেকেছে। তার মতে, যারা ন্যায়ের ওপর অটল থাকে, তারাই শেষ পর্যন্ত সফলতা অর্জন করে। জামায়াত সেই পথেই এগিয়ে যাচ্ছে এবং জাতির প্রত্যাশা পূরণে এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ৫ আগস্ট ২ হাজারের বেশি ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে একটি গণঅভ্যুত্থান ঘটেছিল। অভ্যুত্থানের এক বছর পর গৃহীত ‘জুলাই সনদ’ প্রত্যাশিত সংস্কার ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। জামায়াত এই সনদের সংস্কারের দাবি জানিয়ে আসছে। তিনি জানান, জামায়াত একটি নির্বাচনমুখী দল এবং তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। তবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হিসেবে তিনি কয়েকটি দাবি তুলে ধরেন—গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার, শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রবাসীদের ভোটাধিকার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
তিনি এসব কথা বলেন শুক্রবার (৮ আগস্ট) সিলেট মহানগর জামায়াত আয়োজিত দিনব্যাপী ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে। সিলেট মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিবিরে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মো. আব্দুর রব ও মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, থানা আমীর ক্বারী আলা উদ্দিন, শফিকুল আলম মফিক, মু. আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম, শামীম আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মু. শাহেদ আলী এবং ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন।