
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাওলানা শাহ নজরুল ইসলাম বলেছেন, ইমাম ও মুয়াজ্জিনদের ঐক্যবদ্ধ হয়ে এক প্লাটফর্মে কাজ করতে হবে। প্রতিটি মসজিদে নূরানী মাদ্রাসা চালু করতে হবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি মসজিদকে মসজিদে নববীর আদলে পূনর্গঠন করতে। নবী করিম (সাঃ) মসজিদে নববীতে যে সকল আমল জারি করেছিলেন, সে সমস্ত আমলকে ক্রমান্বয়ে আমাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, নবী করিম (সাঃ) মসজিদে নববীকে কেন্দ্র করে যে সমাজ উন্নয়ন প্রতিষ্ঠা করেছিলেন, আমরা কোরআন সুন্নাহর আলোকে সেই সমাজ গড়তে চাই। এই দেশের আলেম ও মসজিদের ইমাম তাদেরকে নেতৃত্বে বসাতে হবে। ইমামদের ক্ষমতায়ন করতে হলে তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। তাদেরকে সমাজে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আর মসজিদ ভিত্তিক সমাজ গড়তে হলে আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ২টায় ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট সদর (পূর্ব) উপজেলা শাখার অভিষেক ও ক্যালেন্ডার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় ইমাম সমিতি সিলেট সদর (পূর্ব) উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা তাহসিল উদ্দিন ক্বাসিমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য রাখেন, সাবেক এমপি এডভোকেট আলহাজ্ব মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার সভাপতি মাওলানা এহসান উদ্দিন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব আফসর আহমদ, সাবেক মেম্বার ছইদুর রহমান এনাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সিনিয়র সহ সভাপতি মাওলানা মাহমুদ হাসান, সহ সভাপতি মাওলানা নাইম উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলাইমান চৌধুরী, দপ্তর সম্পাদক মাওলানা এরশাদুল হক, প্রচার সম্পাদক হাফিজ আব্দুল আহাদ, সদস্য মাওলানা লোকমান উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি