
রাইজিংসিলেট– আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ৬৪ জেলার জন্য পুলিশ সুপার (এসপি) নিয়োগ চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে লটারি করে প্রতিটি জেলার জন্য এসপি নির্ধারণ করা হয়।
পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, লটারি প্রক্রিয়ায় ভারপ্রাপ্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী উপস্থিত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রতিনিধিরাও সেখানে অংশ নেন।
জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের প্রশাসনে পরিবর্তন আনতে প্রধান উপদেষ্টার নির্দেশে সক্ষম, নিরপেক্ষ ও উপযুক্ত কর্মকর্তাদের একটি তালিকা প্রস্তুত করে লটারি কমিটির কাছে দেওয়া হয়। সেই তালিকার ভিত্তিতেই জেলাভিত্তিক এসপি নিয়োগ চূড়ান্ত করা হয়। এ কারণে গত সপ্তাহে ছয় জেলায় যে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের যোগদান সাময়িকভাবে স্থগিত রাখা হয়। এখন লটারিতে নির্ধারিত সিদ্ধান্তই কার্যকর হবে।
এছাড়া জানা গেছে, পরবর্তী ধাপে থানার ওসি নিয়োগও একইভাবে লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। এজন্য সম্ভাব্য সৎ ও যোগ্য কর্মকর্তাদের নাম ইতোমধ্যে বিভিন্ন ইউনিটপ্রধানের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।