ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথের ব্যবস্থা

rising sylhet
rising sylhet
আগস্ট ১১, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথের ব্যবস্থা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। তরুণদের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে আলাদা বুথ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ১১ আগস্ট, সোমবার দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন যেন উৎসবমুখর এবং সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সরকার নানা প্রস্তুতি নিয়েছে। তরুণদের ভোটদানে আগ্রহ বাড়াতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে। পাশাপাশি, নারী ও পুরুষদের জন্য পূর্বনির্ধারিত বুথ ব্যবস্থাও বহাল থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোর জন্য নির্বাচনপূর্ব প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীগুলোকে প্রশিক্ষণ দিতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা থাকবে, যাতে কেন্দ্রে কী হচ্ছে তা জেলা ও কেন্দ্রীয় পর্যায় থেকে পর্যবেক্ষণ করা যায়। ইতোমধ্যে কিছু ক্যামেরা সরকারের কাছে রয়েছে, আর নতুন করে আরও ৪০ হাজার বডি-অর্ন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

একটি বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে বাসস্ট্যান্ড ও টেম্পুস্ট্যান্ড দখলের অভিযোগের বিষয়ে তিনি বলেন, কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়া হবে না। ইতোমধ্যে অনেককে আইনের আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতেও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো কঠোর অবস্থানে থাকবে — অপরাধী যেই হোক না কেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি র‍্যাব-১০ এর সদর দপ্তর, কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কেরাণীগঞ্জ মডেল থানাও পরিদর্শন করেন। কারাগারে বন্দিদের জীবনযাত্রার মান ও খাবারের মান পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।