
রাইজিংসিলেট- জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথের ব্যবস্থা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। তরুণদের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে আলাদা বুথ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ১১ আগস্ট, সোমবার দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের একটি ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, নির্বাচন যেন উৎসবমুখর এবং সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে সরকার নানা প্রস্তুতি নিয়েছে। তরুণদের ভোটদানে আগ্রহ বাড়াতে ছেলে ও মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে। পাশাপাশি, নারী ও পুরুষদের জন্য পূর্বনির্ধারিত বুথ ব্যবস্থাও বহাল থাকবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোর জন্য নির্বাচনপূর্ব প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। সংশ্লিষ্ট বাহিনীগুলোকে প্রশিক্ষণ দিতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা থাকবে, যাতে কেন্দ্রে কী হচ্ছে তা জেলা ও কেন্দ্রীয় পর্যায় থেকে পর্যবেক্ষণ করা যায়। ইতোমধ্যে কিছু ক্যামেরা সরকারের কাছে রয়েছে, আর নতুন করে আরও ৪০ হাজার বডি-অর্ন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
একটি বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে বাসস্ট্যান্ড ও টেম্পুস্ট্যান্ড দখলের অভিযোগের বিষয়ে তিনি বলেন, কোনো ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়া হবে না। ইতোমধ্যে অনেককে আইনের আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতেও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো কঠোর অবস্থানে থাকবে — অপরাধী যেই হোক না কেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি র্যাব-১০ এর সদর দপ্তর, কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কেরাণীগঞ্জ মডেল থানাও পরিদর্শন করেন। কারাগারে বন্দিদের জীবনযাত্রার মান ও খাবারের মান পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।