ঢাকাবৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাপানে এবার আঘাত হেনেছে ‘হালোং’ নামে এক ভয়ংকর টাইফুন

rising sylhet
rising sylhet
অক্টোবর ৯, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ads

জাপানে এবার আঘাত হেনেছে ‘হালোং’ নামে এক ভয়ংকর টাইফুন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দেশটির ইজু দ্বীপপুঞ্জে আঘাত হানে টাইফুনটি। এর প্রভাবে রাত থেকেই শুরু হয় তীব্র বাতাস ও ভারী বর্ষণ। সেই সাথে তীরে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, জাপানজুড়ে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। জাপান টাইমস জানিয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা এড়াতে বুধবার থেকেই দ্বীপগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মাছ ধরার নৌকা ও জাহাজগুলোকে দ্রুত তীরে ফিরতে বলা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জাপানের সরকার সকল সংস্থাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, টাইফুনটির গতিবেগ ঘণ্টায় ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) বিশেষ সতর্কতা জারি করেছে এবং জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।