ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাফলংয়ের ইসিএ এলাকায় পাথর লুটের হিড়িক, ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে ঘিরে তদন্তে নেমেছে প্রশাসন

rising sylhet
rising sylhet
আগস্ট ১৯, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- জাফলংয়ের ইসিএ এলাকায় পাথর লুটের হিড়িক, ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে ঘিরে তদন্তে নেমেছে প্রশাসন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার পরিবেশগতভাবে সংবেদনশীল (ইসিএ) ঘোষিত জাফলং এলাকায় পাথর লুটের ঘটনায় অজ্ঞাত পরিচয়ের ১০০-১৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ১৮ আগস্ট রাতে গোয়াইনঘাট থানায় মামলাটি করেন সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মোনায়েম।

গোয়াইনঘাট থানার ওসি সরকার মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইসিএ এলাকার পাথর লুটের ঘটনায় দায়ীদের শনাক্ত করে আটকের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি জাফলংয়ের সংরক্ষিত এলাকায় প্রকাশ্যে পাথর লুটের ঘটনা ঘটায় স্থানীয় প্রশাসন ও পরিবেশবাদী মহলে উদ্বেগ দেখা দেয়। প্রশাসন জানিয়েছে, লুট হওয়া পাথর পুনঃস্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

এদিকে, সিলেটের আরেকটি গুরুত্বপূর্ণ পাথর উত্তোলন এলাকা ভোলাগঞ্জের সাদাপাথর অঞ্চলেও একই ধরনের লুটপাটের ঘটনা ঘটেছে। জেলা প্রশাসনের তথ্যমতে, বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে প্রায় চার লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান থাকবে যতক্ষণ না পুরো লুট হওয়া পাথর উদ্ধার শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।