ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাফলংয়ের ইসিএ এলাকা থেকে পাথর লুট: আরও একটি মামলা, গ্রে প্তা র নেই

rising sylhet
rising sylhet
আগস্ট ১৯, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে বেপরোয়া পাথর লুটের ঘটনায় আবারও মামলা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে গোয়াইনঘাট থানায় এ মামলা দায়ের করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল মোনায়েম। মামলা নম্বর: ২৯/৮/২৫।

মামলায় অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, গত ৭, ৮ ও ৯ আগস্ট রাত ১টা থেকে ৪টা পর্যন্ত টানা বৃষ্টির মধ্যে অন্তত ৪০ হাজার ঘনফুট পাথর লুটপাট করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, মামলার তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এর আগে, গত বছরের ৫ আগস্ট থেকে শুরু করে জাফলং ইসিএ এলাকায় পাথর লুটের ঘটনায় পরিবেশ অধিদপ্তর ১১টি মামলা দায়ের করেছে। প্রথম মামলাটি হয় গত বছরের সেপ্টেম্বরে, যেখানে ৯২ জনকে আসামি করা হয়েছিল। তবে এসব মামলায় এখন পর্যন্ত কেবল একজন আসামিকে সেনাবাহিনী আটক করতে সক্ষম হয়।

পরিবেশ অধিদপ্তরের প্রাক্তন সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, “আমরা বারবার পুলিশকে অনুরোধ করেছি, মামলার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গেও দেখা করেছি। কিন্তু তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। যদি সে সময় যথাযথ ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এখনকার ভয়াবহ পরিস্থিতি এড়ানো যেত।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল আহমদ বলেন, “পরিবেশ আইনের মামলাগুলো জামিনযোগ্য। ফলে আসামিরা সহজেই জামিনে বেরিয়ে আসে।

প্রয়োজনে এই প্রতিবেদনটি নিউজ বা প্রেস রিলিজ আকারে আরও সংক্ষিপ্ত বা বিস্তারিত করেও তৈরি করে দিতে পারি। জানাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।