
বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ ম্যাধমসহ প্রথম সারির জাতীয় শিরোনামে ছিল সিলেটের পূর্ব জাফলং ইউনিয়নের খাসিহাওর ভাইরাল ক্রিকেট মাঠ।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বি,এস,এফ কিছুদিন আগে মাঠের দখল নিতে আসলে স্থানীয় বাংলাদেশীদের তোপের মুখে পিছু হটতে বাধ্য হয় তারা মুলত, সেই সুবাধেই বেশি পরিচিত পায় মাঠটি।বর্তমানে সরেজমিনে ঘুরতে গিয়ে দেখা যায় স্থানীয় নলজুড়ী বাজার হতে ভাইরাল মাঠ পর্যন্ত ১ কি.মি কাচা রাস্তা নদীর ধার ঘেষে একে বেকে চলছে,উজানের জৈন্তিয়া হিলস পাহাড় সেজেছে প্রাণবন্ত রুপে,বর্ষায় যেন ফিরেছে পাহাড়ের প্রাণ।
পাহাড়ের উঁচু থেকে গড়িয়ে পড়া ঝর্ণাধারার ছল ছল শব্দ যেন প্রাণ জুড়িয়ে যায়।উন্নত বিশ্বের যেকোনো দেশকে হার মানাবে এই মাঠ।কাশ্মীর,পেহেলাগম,সুইজারল্যান্ড বৈকি নেই লাইভ স্ট্রিমিং এই ন্যাচার।বিশিষ্টজনদের দাবি পর্যটন শিল্প হস্তক্ষেপ করলে হয়ত নান্দনিক বিশ্বের সেরা মর্যাদায় গিনেস রেকর্ড করবে এই ক্রিকেট মাঠ।