ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

rising sylhet
rising sylhet
আগস্ট ২, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে শেষ হয়েছে। তার হৃদপিণ্ডে চারটি বাইপাস করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আগামী সাত দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন।

শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এ অস্ত্রোপচার শুরু হয়। অপারেশনটি পরিচালনা করেন দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।

গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে একটি জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডে পাঁচ থেকে ছয়টি ব্লক ধরা পড়ে, যার মধ্যে তিনটি ছিল ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বন্ধ। বিশেষজ্ঞরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকেই অধিক নিরাপদ বলে বিবেচনা করেন।

ডা. শফিকুর রহমান দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখে এখানেই চিকিৎসা নেয়ার সিদ্ধান্ত নেন। চিকিৎসকেরা তার এই আস্থাকে সাধুবাদ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।