ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জামিন চেয়েও পেলেন না: কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবলা ও স্ত্রী আনিছা কারাগারে

rising sylhet
rising sylhet
নভেম্বর ১১, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

ads

জামিন চেয়েও পেলেন না: কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবলা ও স্ত্রী আনিছা কারাগারে।

সিলেট, ১১ নভেম্বর (মঙ্গলবার) – আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন সিলেটের কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবলা আহমদ ও তার স্ত্রী আনিছা বেগম। তবে জামিন নামঞ্জুর  করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিলেট মহানগর মুখ্য হাকিম প্রথম আদালত।

জানা যায়, দলিল জালিয়াতির মামলায় গত ১৬ অক্টোবর ওই আদালত থেকে স্বামী–স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা জারির পর আজ তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তা বাতিল করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

 

আরও পড়ুন—দলিল জালিয়াতির মা ম লায় জামাই-বউর বি রু দ্ধে গ্রে ফ তারী পরোয়ানা

মোগলাবাজারের সি আর মামলা নং– ১২৬/২২ এর বাদী রাসেল আহমদ (বাবলা আহমদের পালক পুত্র)। মামলার অধিকতর তদন্ত শেষে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক রায়হান উদ্দিন আদালতে প্রতিবেদন জমা দিলে, তা পর্যালোচনা করে আদালত পেনাল কোডের ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪১৬ ও ৩৪ ধারায় অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার শুরুতে তদন্ত করেছিল সিআইডি, তবে সিআইডি’র প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি (আপত্তি) জানালে আদালত পুনরায় তদন্তের নির্দেশ দেন এবং তদন্তভার পায় পিবিআই।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাসেলের মা (বাবলা আহমদের প্রথম স্ত্রী তয়ুন নেছা বেগম) জীবিত থাকাকালে ছেলেকে ৫ ডিসিমেল জমি দান করেন। কিন্তু তার মৃত্যুর পর বাবলা আহমদ ওই দলিলকে জাল দাবি করে বর্তমান স্ত্রী আনিছা বেগম ও তার শ্যালক মোশাররফ খানের সহযোগিতায় নিজের নামে নতুন জাল দলিল তৈরি করে রাসেলকে জমি থেকে বঞ্চিত করার চেষ্টা করেন।

আদালত সূত্র জানিয়েছে, গ্রেফতারি পরোয়ানার কপি ইতোমধ্যে দক্ষিণ সুরমা থানায় পাঠানো হয়েছে।

বাবলা আহমদের আদি বাড়ি খোজারখলা, তবে তিনি বর্তমানে পরিবার নিয়ে সিলেট মহানগরের ২৫ নম্বর ওয়ার্ডের মুছারগাঁও গ্রামে বসবাস করছেন এবং বিরোধীয় জমিতেই উভয় পক্ষ অবস্থান করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।