ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জামিন পেয়েছেন সুমন

rising sylhet
rising sylhet
নভেম্বর ১০, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ads

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন জামিন পেয়েছেন।

এতে সুমনের বিরুদ্ধে থাকা চারটি মামলাতেই জামিন নিশ্চিত হলো। তার আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জানিয়েছেন, ‘সব মামলায় জামিন পাওয়ায় সুমনের মুক্তিতে এখন আর কোনো আইনি বাধা নেই।

>সোমবার (১০ নভেম্বর) সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হারুন অর রশীদ তার বিরুদ্ধে দায়ের করা সর্বশেষ মামলায় জামিন মঞ্জুর করেন।

গত ৩১ অক্টোবর মধ্যরাতে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার কালীবাড়ি এলাকার নিজ বাসা থেকে পুলিশ অ্যাডভোকেট সুমনকে গ্রেফতার করে। এরপর সিলেট সিটি করপোরেশনের ফটক ভাঙচুর ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের দুটি পুরনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে আরও দুটি মামলায় তাকে দেখানো হয় গ্রেফতার।

২৮ অক্টোবর নগরীর চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকরা আন্দোলন করেন। ওই আন্দোলনে অংশ নেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন রাজনীতিক। সেদিন শ্রমিকদের উদ্যোগে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে ১১ দফা দাবি উত্থাপন করা হয়। আন্দোলনের একপর্যায়ে সুমনসহ প্রতিনিধিদল সিলেট মহানগর পুলিশের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেন শ্রমিকরা।

সময়সীমা শেষ হওয়ার একদিন আগে, মধ্যরাতে পুলিশ সুমনকে গ্রেফতার করে। তার এই গ্রেফতার ঘিরে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।