ঢাকাশনিবার , ১১ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জায়েদ খানের প্রশংসায় তামিম ইকবাল

rising sylhet
rising sylhet
নভেম্বর ১১, ২০২৩ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- একটি অনলাইন শোতে এসে চিত্রনায়ক জায়েদ খানের প্রশংসা করলেন ক্রিকেটার তামিম ইকবাল। শুক্রবার ওই রাতে শোতে হাজির হয়েছিলেন দেশ সেরা এই ওপেনার।

এর আগে একই শোতে এসেছিলেন জায়েদ খান। তামিম ইকবাল উপস্থাপকের কাছে জানতে চান, আপনারা তো অনেক শো করেছেন। কোন শো-টা (পর্বটা) ভালো হয়েছে? উপস্থাপক বারবার তামিমের মন রক্ষার্থে বলার চেষ্টা করছিলেন এই শো-টাই (পর্বটা)।

তামিম বলছিলেন, আমারটা বাদ দিয়ে বলুন। উপস্থাপক দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। তামিম-ই তার দ্বিধা দূর করে বলেন, কেন জায়েদ খান? জায়েদ খান ভাইয়ের? তখন উপস্থাপক বলেন, হ্যাঁ হ্যাঁ জায়েদ খান। তিনি আমাদের সঙ্গে আনন্দ মজা করেছিলেন। আপনি শো-টা দেখেছিলেন?

তামিম তখন বলেন, ‘হ্যাঁ, পুরো শো দেখার সুযোগ হয়নি। তবে ক্লিপস দেখেছি, উনি তো নেচেছেন। এটা খুবই ভালো ছিল। মানুষ এসব শোতে আসেই বিনোদন নিতে। সেই জায়গা থেকে এটা বেশ ভালো ছিল। আর উনার ব্যাকগ্রাউন্ড এন্টারটেইনিং। বেশ ভালো।

তামিমের কথার প্রসঙ্গেই শো-টির আরেক উপস্থাপক বললেন, হ্যাঁ, উনার জন্য ডিগবাজি তো ডাউন টু উইকেট। এর আগে এই শো-তে এসে জায়েদ খান জানিয়েছিলেন, তার জন্য এক মেয়ের ব্রেক আপ হয়ে যায়, ওই মেয়েটির হাতে তার নাম লেখায় মেয়েটির বিয়ে ভেঙে যেতে ধরেছিল।

২৩৩ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।