
রাইজিংসিলেট- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৪ সেপ্টেম্বর, রোববার এক দিনের জন্য বন্ধ থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে। পূর্বনির্ধারিত পরীক্ষাগুলোও অনুষ্ঠিত হবে না। তবে পরদিন, ১৫ সেপ্টেম্বর সোমবার থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে, যদিও সেদিনের চূড়ান্ত পরীক্ষাগুলোও স্থগিত রাখা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে টানা চার দিনের কর্মসূচি শেষে বিশ্রামের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া নির্ধারিত সময় অনুযায়ী চলবে। এ সংক্রান্ত অফিসগুলো খোলা থাকবে এবং ভর্তি কার্যক্রমে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মীরা দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, জাকসু ও হল সংসদের নির্বাচনে ভোটগ্রহণ শেষে আজ শনিবার ভোট গণনা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফল সন্ধ্যার মধ্যেই ঘোষণা করা হতে পারে।