পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী, চরমপন্থী নেতা জাহাঙ্গীর কবির লিপটনকে ৩ সহযোগী ও অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
এ সময় বিদেশি ৬টি পিস্তল, একটি শর্ট গান এবং বেশকিছু গুলিসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- দূর্বাচারা গ্রামের আজিজুর রহমানের ছেলে লিপটন, আ: মজিদের ছেলে সনেট, রেন্টু হোসেনের ছেলে রাকিব হোসেন ও জহির হোসেনের ছেলে লিটন হোসেন।
শুক্রবার (৬ জুন) সকালের দিকে কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামে নিজ বাড়ি ঘিরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে কুষ্টিয়া সেনাক্যাম্পে নিয়েআসা হয়।
চরমপন্থী জগতে কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর এসব অঞ্চলের মানুষের কাছে লিপটন আলোচিত নাম। অস্ত্রসস্ত্রসহ তাকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।
নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজে যোগ দেওয়া জাহাঙ্গীর কবির লিপটন দক্ষিণ পশ্চিম অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি অপহরনসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়াও দীর্ঘদিন ধরে র্যাবের সোর্স হিসেবে এলাকায় পরিচিত ছিল লিপটন।