ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাহিদুল’ হ ত্যা মা ম লার একমাত্র আসামিকে শায়েস্তাগঞ্জ থেকে গ্রে ফ তার

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৪, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

ads

ইজিবাইক চালক ‘জাহিদুল’ হত্যা মামলার একমাত্র আসামিকে শায়েস্তাগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

গ্রেফতারকৃত আসামী আশরাফুল ইসলাম উরফে আশা (৪০)। তিনি যশোর জেলার কোতোয়ালী মডেল থানার শেংকরপুর মোঃ রেজাউল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমাল রয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বিবরণের বরাত দিয়ে র‌্যাব জানায়, জাহিদুল ইসলাম এবং বিবাদী আশরাফুল ইসলাম যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন এলাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন গত ১৮/১০/২০২৫ইং তারিখ ভিকটিম জাহিদুল ইসলাম ও বিবাদী আশরাফুল ইসলামের মধ্যে ইজিবাইক চালানোর প্রতিযোগিতা হয়েছিল। উক্ত প্রতিযোগিতায় তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলে আনুমানিক সকাল ১০টার দিকে যশোর জেলার কোতোয়ালী মডেল থানাধীন আশ্রম রোড সংলগ্ন রামকৃষ্ণ আশ্রমের সামনে উক্ত বিষয়কে কেন্দ্র করে ভিকটিম ও বিবাদীর মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। পরবর্তীতে তর্ক-বির্তকের এক পর্যায়ে বিবাদী ক্ষিপ্ত হয়ে পাশে থাকা কাঠের বাটাম দিয়ে ভিকটিমের মাথা লক্ষ্য করে উপর্যুপরি আঘাত করলে ভিকটিম মাটিতে পড়ে যায় এবং প্রাণে বাঁচার জন্য আর্তচিৎকার করতে থাকে। ভিকটিমের অবস্থা খারাপ হওয়ায় বিবাদী নিজেই ইজিবাইকে করে ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে জখম অবস্থায় রেখে পালিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ছোট ভাই বাদী হয়ে যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ব্রাহ্মণডোরা ইউনিয়নের অলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে যশোর কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৭, তারিখ-১৮/১০/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০; এর মূলে ইজিবাইক চালক ‘জাহিদুল’ হত্যা মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।