ঢাকাশুক্রবার , ৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জিম্বাবুয়েকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে যুবা টাইগাররা

rising sylhet
rising sylhet
আগস্ট ৮, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

ফাইনালের আগমুহূর্তে দুর্দান্ত ফর্মের প্রমাণ রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব ত্রিদেশীয় সিরিজের শেষ লিগ ম্যাচে শুক্রবার (৮ জুলাই) স্বাগতিক জিম্বাবুয়েকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে যুবা টাইগাররা। আগামী রোববার (১০ আগস্ট) ফাইনালে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশের বোলিং তোপে ধসে পড়ে। ৬৪ রান তুলতেই তারা হারায় ৫ উইকেট। এরপর কিছুটা প্রতিরোধ গড়েন বেনি জুজে (৪৭) ও মাইকেল ব্লিগনট (৩০), তবে তা দলকে বাঁচাতে যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ১২৪ রানে অলআউট হয় স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৬ উইকেটে ২৮৪ রান। ওপেনার রিফাত বেগ খেলেন ৭৮ বলে ১০ চার ও এক ছক্কায় ৭৭ রানের ইনিংস। তাকে ভালো সাপোর্ট দেন ফরিদ হাসান (৩৮), মো. আবদুল্লাহ (৩৭), আজিজুল হাকিম তামিম (৩৪), ফারজান হোসেন (৩৪) ও রিজান হোসেন (৩০)।

বাংলাদেশের হয়ে আজিজুল হাকিম তামিম ও রিজান হোসেন নেন ৩টি করে উইকেট, শাহরিয়ার আল-আমিন শিকার করেন ২টি উইকেট। এই জয়ে লিগ পর্ব শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দুর্দান্তভাবে, ফাইনালে নামবে আত্মবিশ্বাসের তুঙ্গে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।