
রাইজিংসিলেট- জুলাই আন্দোলনের পর এবার ছাত্রসংসদ নির্বাচনে লড়াকু নারীরা। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া জুলাই মাসের গণআন্দোলনের ধারাবাহিকতায় রাজপথে যেমন নারীরা ছিলেন সাহসী ভূমিকায়, এবার তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তাঁদের পদচারণা স্পষ্টভাবে দৃশ্যমান। নেতৃত্ব তৈরির এই পরিসরে এবার ভিপি ও জিএসসহ গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদগুলোতেও লড়ছেন একঝাঁক নতুন ও পরিচিত মুখ।
সাধারণ শিক্ষার্থীদের প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সংগঠক উমামা ফাতেমা। বাম ছাত্রসংগঠনের সমর্থনে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসনিম আফরোজ ইমি। আর গবেষণা ও প্রকাশ সম্পাদক পদে স্বতন্ত্রভাবে লড়ছেন সানজিদা আহমেদ তন্বী। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ব্যানারে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন আশরেফা খাতুন। অন্যদিকে, শিবির-সমর্থিত প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ফাতিমা তাসনিম জুমা।
নারী প্রার্থীরা জানিয়েছেন, তারা নির্বাচনে জয়ী হলে ছাত্রীদের আবাসন, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
ডাকসু সূত্রে জানা গেছে, ১৯ আগস্ট বিকেল পর্যন্ত জমা পড়েছে প্রায় ৬০০ মনোনয়নপত্র, যদিও নারী প্রার্থীর সংখ্যা এখনো তুলনামূলকভাবে কম। এই অংশগ্রহণ ঘাটতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।
নারী প্রার্থীদের অভিযোগ, তাঁদের রাজনৈতিক অংশগ্রহণকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য ও সাইবার বুলিংয়ের মুখে পড়তে হচ্ছে। তা সত্ত্বেও তারা আশাবাদী এবং জানান, সব বাধা অতিক্রম করে তারা লড়াই চালিয়ে যাবেন।