
রাইজিংসিলেট- জুলাই আন্দোলনের মা ম লা য় পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ। জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া পুলিশ কর্মকর্তা সাজ্জাদ উজ জামানকে দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।
সাজ্জাদ উজ জামান, যিনি যাত্রাবাড়ী থানার সাবেক এসআই, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থী ইমাম হাসান তায়িমকে গুলি করে হত্যার। সম্প্রতি তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন।
এ জামিনের বিরুদ্ধে মঙ্গলবার সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। শহীদ ইমামের ভাই রবিউল আউয়াল ওই কর্মসূচিতে ২৪ ঘণ্টার মধ্যে সাজ্জাদকে গ্রেপ্তারের দাবি জানান। তিনি আরও দাবি করেন, জামিন প্রদানে ভূমিকা রাখার অভিযোগে দুই বিচারককে বহিষ্কার এবং সংশ্লিষ্ট আইন উপদেষ্টাকে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে।