ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন বা আ হ ত হয়েছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি-রুমি

rising sylhet
rising sylhet
আগস্ট ২, ২০২৫ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

নবগঠিত ইউনিয়ন আহবায়ক কমিটি ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অবসরপ্রাপ্ত বিচারপতি ও দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মিফতা উদ্দিন চৌধুরী রুমি বলেছেন, “দীর্ঘ ১৭ বছর ধরে ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন—বিশেষ করে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন—তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁদের অবদান জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।

মিফতা রুমি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে রক্তস্নাত জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগের সরকার প্রধান শেখ হাসিনা, সব মন্ত্রী-এমপি দেশ ছেড়ে পালিয়েছে। স্বাধীনতার ৫৩ বছরে এমন নজির আর দেখা যায়নি। এমনকি জাতীয় মসজিদের খতিব, প্রশাসনের উচ্চপর্যায়ের আমলা, অনেকেই দেশ ছেড়েছেন। রাজনীতিকদের শিক্ষা নিতে হবে—ক্ষমতার অপব্যবহার করে কেউ জনরোষ থেকে রেহাই পায় না।

 

তিনি বলেন, এই আন্দোলন কোনো একজনের নয়; এটি ছিল দেশের সব রাজনৈতিক দল, ছাত্র-জনতা, সাংবাদিক, সুশীল সমাজের সম্মিলিত সংগ্রাম। উদ্দেশ্য ছিল একটাই—ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে দেশকে মুক্ত করা।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, “এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি, জনগণের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম বৃথা যাবে না—ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। দিরাই-শাল্লা আসনে যাঁকে দল মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করব।

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর অনেকেই বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শক্ত হাতে তা মোকাবিলা করছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন—বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই।

নিজের মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, “আমি দলের মনোনয়ন প্রত্যাশী। যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, তবে আপনাদের সহযোগিতা ছাড়া আমি একা এমপি হতে পারব না। এখন থেকেই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ভালো মানুষ, ভালো সংগঠকদের দিয়ে সংগঠন সাজাতে হবে। সংগঠন শক্তিশালী না হলে নির্বাচনে জয়ী হওয়া কঠিন।

সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “তিনি বিএনপিকে শক্তিশালী করেছেন। তাঁর সুস্থতার জন্য আমি সবার কাছে দোয়া চাই। তিনি সুস্থ হয়ে নির্বাচন করলে আমরা তাঁর নেতৃত্বেই ঐক্যবদ্ধভাবে কাজ করব। আর যদি না পারেন, তবে দল যাঁকে মনোনয়ন দেবে, আমরা তাঁর সাথেই থাকব। কোনো গ্রুপিং হবে না—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিভক্তি চলতে পারে না।

দিরাই-শাল্লা নিয়ে তিনি বলেন, “এই হাওর পাড়ের উন্নয়ন বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করতে চাই। বিচারপতি থাকাকালীন সময়েও আমি এই এলাকার মানুষের কল্যাণে কাজ করেছি। আমার ছেলে ব্যারিস্টার মাহদীন চৌধুরীও আপনাদের পাশে থাকার চেষ্টা করছে, বিগত আন্দোলনেও সে মাঠে ছিল।

তিনি বলেন, “আমি দিরাই-শাল্লায় দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত সমাজ গড়তে চাই। যারা মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে—তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”

শনিবার (২ আগস্ট) দুপুর ১২টায় দিরাই উপজেলায় নবগঠিত ইউনিয়ন আহবায়ক কমিটি ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন। সভা পরিচালনা করেন কমিটির সদস্য আবু সাইদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন—সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস।

বক্তব্য রাখেন—উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শেখ আব্দুল লতিফ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম চৌধুরী ও আজিম উদ্দিন, কুলঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান তালুকদার, ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নেওয়াজ মাহমুদ রিপন, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন মিয়াসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।