ঢাকাশনিবার , ১৯ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসকে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে

rising sylhet
rising sylhet
জুলাই ১৯, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেটের সিনিয়র সহকারী জজ সদর আদালতের বিচারক জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদসহ প্রশাসনের ছয় কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। তাদের আগামী পাঁচ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

 

অভিযুক্তরা হলেন-জেলা প্রশাসক ও খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ শের মাহবুব মুরাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসি ল্যান্ড সিলেট মহানগর সার্কেল ও সিনিয়র সহকারী কমিশনার, শিক্ষা শাখা জেলা প্রশাসকের কার্যালয়।

 

সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল বাকী চৌধুরীসহ পাঁচজন শিক্ষাবিদ আদালতে অভিযোগ করলে বুধবার আদালত এই নির্দেশ দেন। এর আগে সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টি বোর্ডে প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে অন্তর্ভুক্তি করায় মামলা করা হয়।

 

পাঁচ ট্রাস্টির আইনজীবী সিলেটের সাবেক জিপি অ্যাডভোকেট এরশাদুল হক জানান, ‘আদালত শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

 

আব্দুল বাকী চৌধুরী বলেন, ‘লিখিতভাবে আপত্তি জানানোর পরও জেলা প্রশাসক স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে তার দপ্তরের পাঁচ কর্মকর্তাকে নিয়োগ দেন। এ নিয়ে আইনি জটিলতা থাকায় আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।