
রাইজিংসিলেট- সিলেটের জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি সীমান্ত ফাঁড়ির আওতাধীন ফেরিঘাট এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১ সেপ্টেম্বর (সোমবার) ভোরে ১৯ বিজিবি এই অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে অভিযান চালানো হয়। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় উৎপাদিত বেটনোভেট-এন ক্রিমের ১৯,০৪০টি প্যাকেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ ৫৬ হাজার টাকা।
১৯ বিজিবি (জকিগঞ্জ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। তিনি আরও বলেন, “আমরা শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করছি। জনগণের সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই সাফল্য এসেছে।”
তিনি জানান, জব্দকৃত ঔষধ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
স্থানীয়রা মনে করছেন, বিজিবির এমন পদক্ষেপ সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত অভিযানের ফলে সীমান্ত অঞ্চল আরও নিরাপদ হবে এবং মানুষ স্বস্তিতে বসবাস করতে পারবে।