
রাইজিংসিলেট- সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আনা গরু, সুপারি ও কয়লা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বিভিন্ন বিওপির টহল দল গেল দুই দিনে এসব পণ্য জব্দ করে।
বিজিবির দেওয়া তথ্যমতে, বুধবার দিবাগত রাত ২টার দিকে জৈন্তাপুরের গুয়াবাড়ী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
অন্যদিকে একই রাত ৩টার দিকে উপজেলার চাঙ্গিল এলাকা থেকে সাড়ে ১৭ হাজার টাকার ভারতীয় সুপারি উদ্ধার করা হয়।
এর আগের দিন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে জৈন্তাপুরের বাগছড়া এলাকা থেকে প্রায় ২ হাজার ২৫০ কেজি কয়লা জব্দ করে বিজিবি। এর আনুমানিক বাজারমূল্য ৬৭ হাজার ৫০০ টাকা।
সব মিলিয়ে জব্দকৃত গরু, সুপারি ও কয়লার মোট মূল্য প্রায় ৮ লাখ ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।