মহানগরীর সুবিদবাজার সিলভার টাওয়ারের মৌলা বক্স করিম বক্স কোম্পানির সেলস অফিসারকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬ লক্ষাধিক টাকা ও দামি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) গোয়াইনঘাট থানায় অভিযোগটি (নং ২৪/২৯৯) দায়ের করেছেন কোম্পানিটির ডিস্ট্রিবিউটর ম্যানেজার মো. জামাল উদ্দিন (৪০)।
তিনি নগরীর রায়নগর দর্জিবন্দ এলাকার মাসুক মিয়ার ছেলে।
অভিযোগে আসামি করা হয়েছে ৪জনকে। তারা হলেন, গোয়াইনঘাট থানার লাবু গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জুবায়ের আহমদ (২৭) ও মনু মিয়ার ছেলে জুবের আহমদ (২৪), শনিরগ্রামের আজির উদ্দিনের ছেলে এবাদুর রহমান (৩৮) সতী গ্রামের চেরাগ আলীর ছেলে সোলাইমান (২৮)।
জামাল উদ্দিন তার অভিযোগে উল্লেখ করেন, কোম্পানির সেলস কর্মকর্তা তরিকুল ইসলাম ও শোভন ধর গত ২৬ অক্টোবর সকাল সোয়া ১১টার দিকে গোয়াইনঘাটের পরগনাবাজার থেকে বিকাশের মার্কেট সার্ভিস শেষ করে মোটরসাইকেলে আহারকান্দি বাজারে যাওয়ার পথে গোয়াইনঘাট সদর ইউনিয়নের গড়ের খাল ব্রিজের উত্তর পাশে পৌঁছালে আসামিরা অজ্ঞাতনামা আরও কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের গতিরোধ করে।
তারা দা ও অন্যান্য দেশীয় অস্ত্র প্রদর্শন করে তরিকুল ইসলামের কাঁধের ব্যাগসহ ৬ লাখ ১৪ হাজার টাকা, শোভন ধরের সাড়ে ২৫ হাজার টাকা দামের অ্যান্ড্রোয়েড মোবাইল সেট ও কোম্পানীর গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র কেড়ে নেয়। তাদের চিৎকার চেচামেচি শুনে স্থানীয়দের এগিয়ে আসতে দেখে তারা মামলা দায়ের করলে বা বিচার প্রার্থী হলে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রæত ঘটনাস্থল থেকে কেটে পড়ে।
বিষয়টি নিয়ে কথা বলতে গোয়াইনঘাট থানার ওসির (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নম্বরে কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।
তবে অভিযোগকারীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনো কোনো আসামি ধরা পড়েনি।
জামাল উদ্দিন এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।