ঢাকারবিবার , ১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

টাস্কফোর্সের অভিযানে ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি

rising sylhet
rising sylhet
জুন ১, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ads

সুরমা নদী দিয়ে পাচারের সময় টাস্কফোর্সের অভিযানে ভারতীয় অবৈধ শাড়ির চালানসহ ২ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি।

রবিবার (১ জুন) ভোররাতে সুনামগঞ্জে সুরমা নদীর হালুয়াঘাট এলাকা থেকে এই পণ্য জব্দ করে বিজিবি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি) লে. কর্ণেল জাকারিয়া কাদির বলেন, ‘ঈদকে সামনে রেখে সম্প্রতি নৌপথে সক্রিয় হয়ে পড়েছে চোরাকারবারী চক্র। রবিবার (১ জুন) ভোররাতে সুনামগঞ্জে সুরমা নদীর হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত একটি কাঠের নৌকা থেকে বিপুল পরিমান ভারতীয় অবৈধ শাড়ি, অবৈধ ক্রিম এবং জিরা জব্দ করা হয়। অভিযানের সময় টাস্কফোর্সের উপস্তিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল নৌকায় রেখে পালিয়ে যায়। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

বিজিবি ২৮ জানায়, রবিবার ভোররাতে সুনামগঞ্জে সুরমা নদীর হালুয়াঘাট এলাকায় অভিযান চালায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি। এসময় ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১হাজার ৭শ’ পিস বিভিন্ন রকমের ভারতীয় অবৈধ শাড়ি, ৭ হাজার ২শ’ পিস ক্রিম এবং ১৮০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৩ লাখ ৬ হাজার টাকা।

এর আগে গত ৬ দিনে নৌপথ ও সড়ক পথে টাস্কফোর্সের অভিযানে সুনামগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃক ৫ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১শ’ ৬৪ টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক করে বিজিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।