ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি বাদ, বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২০, ২০২৫ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরে দুইটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে। যদিও পূর্ববর্তী সূচি অনুযায়ী টি-টোয়েন্টি ম্যাচও থাকার কথা ছিল, শেষ পর্যন্ত তা বাদ দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যৎ সূচি অনুযায়ী সফরটি সব ফরম্যাটে হওয়ার কথা থাকলেও, সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র টেস্ট এবং ওয়ানডে ম্যাচেই গুরুত্ব দিচ্ছে দুই দেশের বোর্ড।

বিশ্বকাপ-পরবর্তী এই সফর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর মধ্যে আলোচনা চলছে। বিসিবি ইতোমধ্যে একটি প্রস্তাবিত সূচি পাঠালেও এখনো দিনক্ষণ ও ভেন্যু চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, সর্বশেষ ২০২৪ সালের জুলাই মাসে পাকিস্তান বাংলাদেশ সফর করেছিল, যেখানে একটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। এবারের সফরে দীর্ঘ ফরম্যাটের ম্যাচগুলো আয়োজন করাকে বড় সুযোগ হিসেবে দেখছে বিসিবি।

এদিকে, পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পরই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার পরিকল্পনাও রয়েছে বাংলাদেশের। যদিও সেই সিরিজের সূচিও এখনো নির্ধারিত হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।