ঢাকামঙ্গলবার , ৯ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ, জানালেন সাকিব

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৯, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করেন জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।  এই নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে অভিষেকও হয় তার।  আর ‘অভিষেক ম্যাচেই’ বাজিমাত মিস্টার অলরাউন্ডারের।  বড় ব্যবধানে জয়ী হয়ে ক্রিকেট মাঠে ফিরেছেন তিনি।

আর কিছুদিন পরই শুরু হচ্ছে বিপিএল।  সেজন্য নির্বাচন শেষেই নিজেকে সম্পূর্ণ ফিট করতে মাঠের লড়াইয়ে নেমে পড়েন সাকিব। মঙ্গলবার (৯ জানুয়ারি) অনুশীলনের মধ্যেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।  সেখানে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন করতে পারে বাংলাদেশ সেই প্রশ্নের উত্তর দিয়েছেন টাইগার অলরাউন্ডার।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের পারফরম্যান্স আশা জাগাচ্ছে সাকিবকে।  তিনি মনে করেন, বিশ্বকাপে ভালোই করবে টাইগাররা।  সাকিব বলেন, ‘প্রতিবারই তো বেশি আশা থাকে।  এবারও থাকবে।  যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে আমরা এক বছর ধরে ভালো খেলছি এবং দলটাও বেশ ভালো ফর্মে আছে, সবাই ভালো খেলছে।  প্রত্যাশা তো বেশি থাকবেই।  আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ হবে, যেখানে আমাদের ক্রিকেটটা শ্যুট করবে বেশি।  আমাদের সুযোগ আছে।

১৭০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।