
রাইজিংসিলেট- টি-টোয়েন্টি সিরিজে নাটকীয় জয়, সমতায় ওয়েস্ট ইন্ডিজ। ফ্লোরিডায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ বলে চার মেরে রোমাঞ্চকর জয় এনে দিলেন জেসন হোল্ডার। ১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ জয় পায় ২ উইকেট হাতে রেখে, ম্যাচ জেতে শেষ বলেই। ফলে সিরিজ এখন ১–১ সমতায়।
শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল ৩৬ রান। হোল্ডার ও রোমারিও শেফার্ড মিলে জুগিয়েছেন সে সমাধান। শেষ ওভারে দরকার ছিল ৮ রান, প্রথম পাঁচ বলে আসে মাত্র ৪। শেষ বলে তিন রানের দরকার, হোল্ডার মেরে বসান জয়ের চার।
এর আগে টসে জিতে ব্যাট করে পাকিস্তান তোলে ১৩৩ রান। হাসান নওয়াজ করেন ৪০, সালমান করেন ৩৮ রান। হোল্ডার বল হাতেও নিয়েছেন ৪ উইকেট, হয়েছেন ম্যাচসেরা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১৩৩/৯ (২০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ১৩৫/৮ (২০ ওভার)
ম্যাচসেরা: জেসন হোল্ডার – ১৬* রান ও ৪ উইকেট
সিরিজের ফয়সালা হবে আগামীকাল তৃতীয় ও শেষ ম্যাচে।