ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকের ধাক্কায় আহত ব্যক্তি মারা গেছেন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৬, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে ট্রাকের ধাক্কায় আহত ব্যক্তি মারা গেছেন। বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান- ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ। ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে।

তিনি বলেন- পরিবারের আবেদনের প্রেক্ষিতে শফিক আলীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বুধবার সকালে বেপরোয়া গতির একটি ট্রাক নাজিরবাজারের একটি দোকানে ঢুকে যায়। এসময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ৩ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত শফিক আলী (৫৫) মারা গেছেন। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার (নাজিরবাজারের পার্শ্ববর্তী) চন্ডিতিয়র গ্রামের মৃত রশীদ আলীর ছেলে। শফিক দিনমজুরের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান- সিলেটের দিকে আসা বেপরোয়া গতির ট্রাক (ঢাকা মেট্রো. ট ২৪-৭১১৭) নিয়ন্ত্রণ হারিয়ে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নাজিরবাজারস্থ তান্দুরি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে। এসময় রেস্টুরেন্টটির সামনে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে দুমড়ে-মুচড়ে দেয় ট্রাক। অটোচালক ও রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকা দুজন আহত হন এসময়। এর মধ্যে গুরতর আহত শফিক আলী বুধবার রাতে হাসপাতালে মারা যান।

৪৬ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।