বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের পক্ষে জনসম্পৃক্ততা গড়ে তোলার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৯নং দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মোগলাবাজার তেমুখী পয়েন্টে এই গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুতিউস সামাদ চৌধুরী ছানু, সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক লয়লু মিয়া, জসিম উদ্দিন, প্রচার সম্পাদক হিরা মিয়া, যুব বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, সহ যুব বিষয়ক সম্পাদক সুহেল আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক লিটন আহমদ, দাউদপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রুহেল আহমদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুবদল নেতা সাবেক মেম্বার হেলাল উদ্দিন আহমদ, সাজু চৌধুরী, আতিক মিয়া, মুরাদ আহমদ, ফয়ছল আহমদ, ছাত্রদল নেতা আলী আকবর, সামি প্রমুখ।
এছাড়াও ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ গণমিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন। পরে দাউদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে দক্ষিণ সুরমার চন্ডীপুল পয়েন্টে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর বিশাল গণসমাবেশ ও মিছিল যোগাদান করেন।
সভাপতির বক্তব্যে দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আওয়ামী লীগের দোসররা বিএনপির মধ্যে দন্ধ সৃষ্টি ও দলের ক্ষতি করতে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেদিকে বিএনপি নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। তিনি বলেন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান।