
রাইজিংসিলেট- মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিবিসি তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করায় সংস্থাটির বিরুদ্ধে মামলা করার অধিকার তার রয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ২০২১ সালের ৬ জানুয়ারির তার বক্তৃতাটি বিবিসির ‘প্যানোরামা’ প্রামাণ্যচিত্রে বিকৃত আকারে দেখানো হয়েছে।
ট্রাম্পের দাবি, ওই বক্তৃতা ছিল শান্তিপূর্ণ আহ্বানমূলক, কিন্তু সেটিকে এমনভাবে সম্পাদনা করা হয়েছে যাতে এটি আক্রমণাত্মক মনে হয়। তার ভাষায়, “বিবিসি জনগণকে বিভ্রান্ত করেছে, আর তারা সেটি স্বীকারও করেছে।”
এর আগে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে আইনি নোটিশ পাঠিয়ে বলেছেন, সংস্থাটি যদি প্রামাণ্যচিত্রের সেই অংশ প্রত্যাহার না করে, আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চায় এবং ক্ষতিপূরণ না দেয়, তবে তারা এক বিলিয়ন ডলারের মামলা করবেন।
বিবিসির চেয়ারম্যান সামির শাহ ঘটনাটিকে ‘বিচারবোধের ত্রুটি’ বলে স্বীকার করেছেন এবং এর জন্য দুঃখ প্রকাশ করেছেন।
ফক্স নিউজে প্রচারিত সাক্ষাৎকারটি ১০ নভেম্বর রেকর্ড হলেও, ট্রাম্পের বিবিসি সংক্রান্ত মন্তব্য ১১ নভেম্বর সম্প্রচারিত হয়।
বিবিসি জানিয়েছে, তারা আইনি চিঠির বিষয়ে যথাসময়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে।