ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের চুম্বন করা ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রব্যাপী তোলপাড়

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

প্রেসিডেন্ট ট্রাম্পের চুম্বন করা ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রব্যাপী তোলপাড় শুরু হয়েছে।

ইলন মাস্কের পায়ে চুম্বন এই ঘটনাটি এমন সময়ে ঘটেছে যখন ট্রাম্প প্রশাসন এইচইউডি -এ প্রায় ৪ হাজার ফেডারেল কর্মী ছাঁটাইয়ের প্রস্তাব করেছে, যা সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রভাবিত করতে পারে।

ট্রাম্প এবং মাস্কের সম্পর্ক ট্রাম্পের ক্ষমতার সঙ্গে মাস্কের প্রভাব বৃদ্ধি পাওয়ার পর থেকে বিতর্কের বিষয় হয়ে উঠেছে। ডেমোক্র্যাটরা এবং সমালোচকরা ট্রাম্পকে চটানোর কৌশল হিসেবে প্রচার করছেন যে, মূলত মাস্কই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট (এইচইউডি) ভবনের টেলিভিশন স্ক্রিনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি করা একটি ভিডিও প্রচারিত হয়। এ ভিডিওটি স্পষ্টতই তাদের সম্পর্ককে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে।কম্পিউটার-উৎপন্ন ভিডিওটির উপরে লেখা ছিল ‘লং লিভ দ্য রিয়েল কিং’ (বেঁচে থাকুন প্রকৃত রাজা), যা ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টের প্রতি ইঙ্গিত করে। সেখানে তিনি লিখেছিলেন ‘লং লিভ দ্য কিং’। এই ভিডিও চলাকালীন এইচইউডি ভবনের স্ক্রিনগুলোর ছবি সংগ্রহ করেছে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

এইচইউডি-এর মুখপাত্র কেসি লাভেট এক বিবৃতিতে দ্য হিলকে জানান, ‘ট্যাক্সপেয়ারদের অর্থ এবং সম্পদের আরেকটি অপচয়। এতে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’

টেসলার সিইও এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এর মালিক এলন মাস্ক এখন ট্রাম্পের অন্যতম শক্তিশালী মিত্র হয়ে উঠেছেন এবং তিনি বিভিন্ন ফেডারেল সংস্থার ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে। এর মধ্যে হাজার হাজার সরকারি কর্মচারী ছাঁটাইয়ের ঘটনাও রয়েছে। তিনি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি (ডিওজিই) পরিচালনার জন্য নিযুক্ত হন যা প্রশাসনকে ব্যয় ও কর্মীসংখ্যা হ্রাসের বিষয়ে পরামর্শ দেয়।

মাস্ক সম্প্রতি বিতর্ক সৃষ্টি করেন যখন তিনি এক্স-এ পোস্ট করেন, সরকারি কর্মচারীদের একটি গণ-ইমেইলে তাদের আগের সপ্তাহের পাঁচটি সাফল্যের তালিকা দিতে হবে, অন্যথায় সেটি তাদের পদত্যাগ হিসেবে গণ্য হবে। তবে একাধিক সংস্থা তাদের কর্মীদের এই ইমেইলের জবাব না দিতে বলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।