
রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। সফরের মূল উপলক্ষ হবে গিয়ংজু শহরে আয়োজিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) বাণিজ্যমন্ত্রীদের সম্মেলন। তবে এই সফরের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা মার্কিন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, এই সফরের মূল লক্ষ্য হবে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা। এর পাশাপাশি প্রতিরক্ষা এবং বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং ইতিমধ্যে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর মতে, এই সম্মেলন কিম ও ট্রাম্পের মধ্যে নতুন করে সংলাপের সুযোগ করে দিতে পারে। যদিও কিম জং উন অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
ট্রাম্প নিজেও কিমের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন। এক বক্তব্যে তিনি বলেন, আমি তার সঙ্গে দেখা করতে আগ্রহী। তিনিও আমার সঙ্গে দেখা করতে চান, এবং আমরা সম্পর্ক আরও উন্নত করতে চাই।
এই সফর এমন সময়ে হতে যাচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ও ভূরাজনৈতিক ইস্যুতে টানাপোড়েন চলছে। বেইজিংয়ে সম্প্রতি আয়োজিত একটি সামরিক কুচকাওয়াজে কিম জং উন, ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি নিয়ে ট্রাম্প মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন—যদিও অনুষ্ঠানটির প্রশংসাও করেছেন।