
রাইজিংসিলেট- সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনের প্রায় ৭৮ শতাংশ এলাকা বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে উভয়পক্ষের যুদ্ধ বন্ধ করা উচিত এবং আলোচনার মাধ্যমে একটি সমাধানের পথে অগ্রসর হওয়া উচিত।
আল জাজিরার একটি প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প এক সাংবাদিক বৈঠকে বলেন, “এই যুদ্ধ এখনই থামানো উচিত। মানুষ হত্যা বন্ধ করতে হবে এবং সবাইকে বাড়ি ফিরে যেতে হবে। তা না হলে ভবিষ্যতে কোনো অর্থবহ আলোচনায় পৌঁছানো কঠিন হয়ে পড়বে।”
ডনবাস অঞ্চলের ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “যেভাবে এখন আছে, সেভাবেই রেখে দেওয়া হোক। আমার ধারণা, এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের ৭৮ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়েছে। ভবিষ্যতে এ নিয়ে আলোচনা হতে পারে।”
এদিকে ইউক্রেন আগেও বারবার জানিয়ে এসেছে যে, তারা তাদের সমস্ত দখলকৃত ভূখণ্ড—including ক্রিমিয়া ও পূর্বাঞ্চলীয় এলাকা—পুনরুদ্ধার করতে চায়। ট্রাম্পও একসময় বলেছিলেন, ইউক্রেন সামরিকভাবে জয়ী হতে পারে।
বর্তমান সংঘাত দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে ট্রাম্প জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন, যা কয়েক সপ্তাহের মধ্যেই হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে পারে।
সম্প্রতি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, “যদি উভয় পক্ষ নমনীয়তা দেখায়, তাহলে দ্রুত সংঘাতের অবসান সম্ভব।”
অন্যদিকে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুরোধ জানিয়েছেন। তবে ট্রাম্প এই বিষয়ে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি দেননি।