
রাইজিংসিলেট- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে থাকা অন্তত ৮০ হাজার বিদেশির ভিসা বাতিল করা হয়েছে। এদের বেশিরভাগেরই ভিসা ছিল বৈধ—কেউ ছিলেন পর্যটক, কেউ শিক্ষার্থী বা অস্থায়ী কর্মী।
রয়টার্সের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন ও ভিসার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ ও অস্থায়ী অভিবাসীদের নিয়ন্ত্রণে আনতে জোর দিচ্ছেন। নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি একাধিক নির্বাহী আদেশে সই করেন, যার পরপরই দেশজুড়ে অভিযান শুরু হয়।
এই অভিযানে অংশ নেয় পুলিশ, সীমান্ত ও কাস্টমস বাহিনী এবং আধাসামরিক ইউনিট। হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।
তবে যাদের ৮০ হাজার ভিসা বাতিল হয়েছে, তাদের সবাই নথিবিহীন ছিলেন না। অনেকেরই বৈধ অস্থায়ী ভিসা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এদের মধ্যে প্রায় ১৬ হাজার জনের ভিসা বাতিল হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে, ১২ হাজার জনের বিরুদ্ধে সহিংসতা বা হামলার অভিযোগ ছিল, আর ৮ হাজার জনের বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়।
সব মিলিয়ে, বৈধ ভিসা থাকা সত্ত্বেও বিভিন্ন অপরাধ ও নিয়মভঙ্গের কারণে হাজার হাজার বিদেশি যুক্তরাষ্ট্রে থাকার অধিকার হারিয়েছেন ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে।