
রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পায়ের ফোলার উপসর্গ নিয়ে শারীরিক পরীক্ষায় অংশ নেন। চিকিৎসা পরীক্ষায় তার দেহে ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ নামক এক অবস্থা শনাক্ত হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রেসিডেন্টের চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলার লেখা একটি চিঠির বরাতে এই তথ্য জানান।
৭৯ বছর বয়সী ট্রাম্পের দুই পায়ের নিচের অংশে হালকা ফোলার কারণে রক্তনালীর পরীক্ষা, বিশেষ করে ডপলার আল্ট্রাসাউন্ড করা হয়। এতে দেখা যায়, শিরাগুলোর ভাল্ব সঠিকভাবে কাজ করছে না, ফলে রক্ত নিচে জমে গিয়ে ফোলাভাব তৈরি করছে।
চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগটি ৭০ বছরের ঊর্ধ্বে অনেকের মধ্যেই দেখা যায় এবং সাধারণত এটি ক্ষতিকর নয়। তবে সতর্কতার অংশ হিসেবে ট্রাম্পের হৃদযন্ত্র, কিডনি ও ফুসফুসসহ অন্যান্য অঙ্গের পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে, এবং সব পরীক্ষার ফল স্বাভাবিক পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় বসে থাকা, কম চলাফেরা, অতিরিক্ত ওজন এবং বয়স—এসবই এই সমস্যার সম্ভাব্য কারণ। এই অবস্থায় পা ফুলে যাওয়া ছাড়াও ব্যথা, শিরা নীল হয়ে যাওয়া, ত্বকে পরিবর্তন বা চুলকানি দেখা দিতে পারে।
চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ট্রাম্প বর্তমানে কোনো ধরনের শারীরিক অস্বস্তি অনুভব করছেন না, এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।