
রাইজিংসিলেট- ট্রাম্পের হঠাৎ ঘোষণা, ইউক্রেন নিয়ে পাল্টে গেল হিসাব! সম্প্রতি অস্ত্র সরবরাহ স্থগিত করে সমালোচনার মুখে পড়েছিল ওয়াশিংটন। আর ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, ইউক্রেনকে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানো হবে।
ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, ইউক্রেনকে আরও অস্ত্র দিতে চান তিনি। কারণ— “তাদের নিজেদের রক্ষা করার সক্ষমতা গড়ে তোলা জরুরি।”
পেন্টাগনের মুখপাত্র সেন পারনেলও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শান্তি বজায় রাখা এবং সেনা সদস্যদের জীবন রক্ষা করতেই ইউক্রেনকে সহায়তা করা হবে। এ সহায়তা ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট ডিফেন্স প্রায়োরিটি’ নীতির আওতায় দেওয়া হচ্ছে।
বিশেষ করে তখনই এই ঘোষণা এল, যখন রাশিয়া ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের একটি গ্রাম দখলের দাবি করেছে। যুদ্ধের এই উত্তপ্ত সময়ে ট্রাম্পের এমন পদক্ষেপে কিয়েভ কিছুটা স্বস্তি পেলেও, রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা।