ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ অঙ্গরাজ্যের মামলা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৩, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলার ফি আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়াসহ ২০টি অঙ্গরাজ্য মামলা করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বোস্টনের একটি ফেডারেল আদালতে দায়ের করা এই মামলায় ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত কার্যকর না করার আবেদন জানানো হয়।

এটি ট্রাম্প প্রশাসনের ঘোষিত এই ফি চ্যালেঞ্জ করে দায়ের হওয়া অন্তত তৃতীয় মামলা। গত সেপ্টেম্বর এই ফি ঘোষণার মাধ্যমে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসা নেওয়ার খরচ বহুগুণ বাড়ানো হয়। বর্তমানে এই ভিসার জন্য নিয়োগকর্তাদের সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার ডলার ফি দিতে হয়।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা এক বিবৃতিতে বলেন, এই ধরনের ফি আরোপের কোনো আইনগত ক্ষমতা প্রেসিডেন্টের নেই এবং এটি ফেডারেল আইনের লঙ্ঘন। ফেডারেল আইনে বলা আছে, ভিসা কর্মসূচি পরিচালনার প্রকৃত ব্যয় মেটানোর প্রয়োজনের বাইরে অতিরিক্ত ফি আদায় করা যায় না।

এইচ-১বি ভিসা কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা বিশেষায়িত খাতে বিদেশি কর্মী নিয়োগ করতে পারেন। ক্যালিফোর্নিয়ার বহু প্রযুক্তি প্রতিষ্ঠানের কারণে প্রযুক্তি খাত এই ভিসার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

রব বন্টা বলেন, ১ লাখ ডলারের এই ফি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে সেবা প্রদানকারীদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করবে। এর ফলে শ্রমিক সংকট আরও বাড়বে এবং জনসেবার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ক্যালিফোর্নিয়ার পাশাপাশি নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, ইলিনয়, নিউ জার্সি ও ওয়াশিংটনসহ আরও কয়েকটি অঙ্গরাজ্য এই মামলায় যুক্ত হয়েছে। অন্যদিকে, হোয়াইট হাউস দাবি করেছে, নতুন এই ফি ট্রাম্পের আইনগত ক্ষমতার মধ্যেই পড়ে এবং এটি এইচ-১বি কর্মসূচির অপব্যবহার রোধে সহায়ক হবে।

এছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যবসায়িক লবিং সংগঠন ইউএস চেম্বার অব কমার্স এবং শ্রমিক ইউনিয়ন, নিয়োগকর্তা ও ধর্মীয় সংগঠনের একটি জোটও পৃথকভাবে এই ফি’র বিরুদ্ধে মামলা করেছে। ওই মামলার শুনানি আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসির একটি আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্রাম্পের আদেশ অনুযায়ী, নতুন এইচ-১বি ভিসাপ্রাপ্তরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না, যদি না তাদের নিয়োগকর্তা ১ লাখ ডলার ফি পরিশোধ করে। তবে বর্তমান এইচ-১বি ভিসাধারী এবং ২১ সেপ্টেম্বরের আগে আবেদনকারীদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য নয়।

অ্যাটর্নি জেনারেলের দপ্তর আরও জানায়, প্রক্রিয়াকরণ ব্যয়ের তুলনায় এই ফি অস্বাভাবিকভাবে বেশি, যা একে বেআইনি করে তোলে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী রাজস্ব আদায়ের ক্ষমতা কেবল কংগ্রেসের—এককভাবে প্রেসিডেন্টের নয়।

আপনি চাইলে আমি এটিকে আরও সংক্ষিপ্ত নিউজ ভার্সন, অনলাইন পোর্টালের উপযোগী কপি, বা উপশিরোনামসহ ফরম্যাটেও সাজিয়ে দিতে পারি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।