
রাইজিংসিলেট- ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাবিত শান্তি পরিকল্পনা প্রকাশ করেন। ট্রাম্পের দাবি, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় চলমান যুদ্ধ বন্ধ হবে এবং সব জিম্মির মুক্তি সম্ভব হবে।
মূল প্রস্তাবনার কিছু গুরুত্বপূর্ণ দফা: গাজায় যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহার: দুই পক্ষ সম্মত হলে যুদ্ধ বন্ধ হবে এবং ইসরায়েলি সেনারা নির্ধারিত অবস্থানে ফিরে যাবে।
জিম্মি বিনিময়: ইসরায়েল সব জিম্মি ফেরত পাবে এবং এর বিনিময়ে বন্দী ও মৃতদেহ বিনিময় করা হবে।
সাধারণ ক্ষমা ও নিরাপদ বহির্গমন: অস্ত্র পরিত্যাগকারী হামাস সদস্যদের জন্য সাধারণ ক্ষমা এবং ইচ্ছুকদের তৃতীয় দেশে যাওয়ার সুযোগ।
মানবিক সহায়তা ও পুনর্গঠন: অবকাঠামো পুনর্গঠন, হাসপাতাল, বেকারি ও জরুরি সেবা চালুর জন্য আন্তর্জাতিক সহায়তা প্রবেশের অনুমতি।
গাজায় নতুন প্রশাসন: গঠিত হবে একটি অস্থায়ী শাসনব্যবস্থা “বোর্ড অব পিস”, যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজেই। বোর্ডে আন্তর্জাতিক নেতাদের অংশগ্রহণ থাকবে এবং তা বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করবে।
হামাসকে প্রশাসন থেকে নিষ্কাশন: কোনো সশস্ত্র গোষ্ঠী বোর্ড বা প্রশাসনে অংশ নিতে পারবে না।
ট্রাম্পের মন্তব্য: তিনি দাবি করেন, এই পরিকল্পনা মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে তৈরি করা হয়েছে। ট্রাম্প বলেন, “আরব নেতারা ও সংশ্লিষ্টরা আমাকে এই বোর্ডের নেতৃত্ব দিতে বলেছেন, তাই আমিই বোর্ডের চেয়ারম্যান থাকবো।”
তিনি আরও জানান, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইসরায়েল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরুদ্ধে। ট্রাম্প ইউরোপীয় দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিকে “ক্লান্তির ফল” বলে মন্তব্য করেন।