
রাইজিংসিলেট- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি নতুন নির্বাচনী অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র পরিচালক ও সংস্কৃতি বিষয়ক বিশিষ্টজন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, “ডাকসুর মাধ্যমে বাংলাদেশ নির্বাচনযাত্রার ট্রেনে উঠেছে। এরপর জাতীয় নির্বাচন আসবে। সবাইকে নির্বাচন মোবারক!”
৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এসব কথা জানান।
তিনি আরও লিখেছেন, “যে ভোট রাতেই করে ফেলা যায়, সেটা দিনের বেলায় আয়োজন করার অর্থ কী? সময়মতো কাজ না করা আমাদের জাতীয় দুর্বলতা।”
তার মতে, ডাকসু নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত বহন করে এবং এর মাধ্যমে ভবিষ্যতের জাতীয় রাজনৈতিক কর্মকাণ্ডের আভাস পাওয়া যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।