ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ডাকাত বলে চিৎকার অত:পর

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১২, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

ads

পাকা গরু ঘরের স্টিলের দরজার শব্দ শুনে উঠে পড়েন বাড়ির মালিক রফিক মিয়া। দেখেন কয়েকজন যুবক স্টিলের দরজার তালা ভেঙ্গে গরু ঘরের ভিতরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। তিনি ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে তার ছেলেরাসহ পাশের বাড়ির লোকজন ছুটে আসেন।

চোরদের একজন তাদের পাশের বাড়ি দুলু মিয়ার পুত্র আল আমিন!

অবস্থা বেগতিক দেখে চোরেরা তাদের সাথে থাকা সাদা প্রাইভেট কারে চপ্পট দেওয়ার চেষ্টা করে। বাড়ির লোকজনের ধাওয়া খেয়ে গাড়িটি ব্যাক গিয়ারে বেপরোয়া চলতে গিয়ে খালে পড়ে যায়! ধরা হয় ২জন চোরকে। কিন্তু তখন সবাই হতভম্ব!

বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর গ্রামে। বাড়ির মালিক রফিক মিয়ার ছেলেরা জানান, চোর চক্রের সদস্য ছিল ৪জন। ২জনকে ধরে পুলিশে দেওয়া হয়েছে। অপর দু’জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ধৃত আল আমিন গাড়িসহ অন্য ৩জনকে সিলেট শহর থেকে নিয়ে এসেছিল।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বলেন, আল আমিন ও রাব্বি মিয়াকে আটক করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাদা রংয়ের প্রাইভেট কারটি উদ্ধার করে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধিন।

আল আমিনের উপর স্থানীয়ভাবে মাদক ব্যবসা ও গরুচোরির অভিযোগ থাকলেও তাকে হাতেনাতে আগে ধরা যায়নি। ধৃত অপর চোর সিলেটের গোলাপগঞ্জের শ্রীরামপুরের রাব্বি মিয়া (২২) বলে পরিচয় জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।