ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ড. আব্দুল মুকিতের মৃ ত্যু তে সিকৃবিতে শোকের ছায়া

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২১, ২০২৫ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ads

আইনুল হক, সি.কৃ.বি. প্রতিনিধি: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি)  উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল মুকিত  মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর ) সকাল ৮.১০ ঘটিকায় ন্যাশনাল  হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি স্ত্রী, ২ সন্তান,  আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক ড. আব্দুল মুকিত স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলিমুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এ.টি.এম. মাহবুব-ই-এলাহী।

জানাজার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ আলিমুল ইসলাম বলেন “আমি কখনো ভাবতে পারিনি আজ সকালে ঘুম থেকে উঠার আগে মুঠোফোনে তার মৃত্যুর সংবাদ শুনতে পাব। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। সপ্তাহখানেক আগে একটি মিটিংয়ে তার সাথে আমার কথা হয়। তিনি এত মিষ্টি এবং নরম ভাবে কথা বলতে ছিলেন যেন মনে হচ্ছিলো তিনি নিষ্পাপ। আল্লাহ তায়ালা যেন তার সকল গুনাহ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নেন ”

অধ্যাপক ড. আব্দুল মুকিতের প্রথম জানাজা আজ সকাল ১১.৩০ ঘটিকায়  কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা তার বাড়িতে হবে । জানাজার পর তাঁকে তার বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে  কৃষি অনুষদ থেকে  স্নাতক (সম্মান) ও ইনস্টিটিউট অফ পোস্ট গ্রেজুয়েট স্টাডিস থেকে  স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. ডিগ্রি সম্পন্ন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।