ঢাকারবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় এসে নিজের বিয়ের তারিখ জানিয়ে হাততালি দিলেন মিলার

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় এসে নিজের বিয়ের তারিখ জানিয়ে হাততালি দিলেন মিলার  ।

 সকালেই কেপটাউন থেকে দোহা হয়ে  ঢাকায় এসেছেন ডেভিড মিলার । এবারের বিপিএলে মাঠ মাতানোর প্রস্তুতিও শুরু করেছেন একাডেমি মাঠে।
অনেকদিন ধরেই আলাপ ছিল মিলারের বাংলাদেশে আসার। নানা গুঞ্জনের পর একটু আধটু সমালোচনাও সহ্য করতে হয়েছিল ফরচুন বরিশালের। তবে শেষ অবধি প্লে অফের আগে ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দিয়েছেন মিলার। এসে তিনি জানালেন এতদিন ধরে নিজের ব্যস্ততা নিয়ে।

বিপিএল দেখেছেন কি না এমন প্রশ্নের উত্তরে মিলার বলেন, ‘সত্যি কথা বলতে আমি কোনো ম্যাচ দেখিনি। আমি বিরতিতে ছিলাম। দ্রুতই বিয়ে করতে চলেছি। অনেক কিছুর দেখভাল করতে হচ্ছে। কিন্তু আমি আমার ফোনে ক্রিকইনফোতে নজর রেখেছি। যাতে করে আমি পয়েন্ট টেবিলের ব্যাপারে ধারণা রাখতে পারি। আমি টিভিতে কোনো ম্যাচ দেখিনি। ’

এর আগে একবার বিপিএল খেলতে এসেছিলেন চট্টগ্রাম ভাইকিংসের হয়ে। ওই স্মৃতি মনে করতে পারেন মিলার নিজেও। আন্তর্জাতিক ক্রিকেটে এক যুগের বেশি সময় কাটিয়ে দিয়েছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও মিলার এখন চাহিদার শীর্ষে।

বিপিএলের লিগ পর্বে ১২ ম্যাচে ৭টিতে জয় পেয়েছে ফরচুন বরিশাল। তারা শেষ করেছে তিন নম্বরে থেকে। সোমবার তারা প্রথম এলিমেনেটরে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। এ ম্যাচে ভালো কিছু করার আশাই দেখাচ্ছেন মিলার।

তিনি বলেন, ‘আগামীকালকে আমরা কোয়ার্টার ফাইনাল খেলতে চলেছি। এটা বড় ম্যাচ। ছেলেরা খুব ভালো খেলছে। আমি একটু দেরিতে এসেছি। আমি যতটুকু সম্ভব অবদান রাখতে চাই। যাতে করে তরুণ ছেলেরা আমার কাছ থেকে কিছু শিখতে পারে এবং আমিও তাদের কাছ থেকে শিখতে পারি। ’

‘ক্রিকেটে আপনি ভুল করবেন। অনেক কিছু হবে। আপনাকে নিশ্চিত করতে হবে যত দ্রুত সম্ভব ভুল থেকে শিক্ষা নিতে। আপনি সবসময় এখানে সফল হবে না কারণ খেলাটি খুবই কঠিন। তাই কঠোর অনুশীলন করতে হবে এবং খেলাটিকে উপভোগ করতে হবে।

৪৬৬ টি-টোয়েন্টির ক্যারিয়ারের ১০ হাজার ১৯ রান করেছেন মিলার। এখন বয়স প্রায় ৩৫ হয়ে গেছে। অভ্যস্তও হয়ে গেছেন সবকিছুর সঙ্গে। তবে নিজেকে ‘রেড ওয়াইনের’ মতো পুরোনো হওয়ার পর আরও পরিণত হয়েছেন বলেই দাবি করলেন মিলার।

১৫৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।