
রাইজিংসিলেট- আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমে ঢাকা ক্যাপিটালস দলে যোগ দিচ্ছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। বৃহস্পতিবার নিজেদের সরকারি ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।
গত মৌসুমেই বিপিএলে অভিষেক হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। তখন দলে মেন্টরের দায়িত্ব পালন করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি অফ স্পিনার সাঈদ আজমল। এবার নতুন পরিকল্পনায় দলটি মেন্টর হিসেবে পাচ্ছে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতারকে।
খেলোয়াড়ি জীবনে দ্রুতগতির বোলিংয়ের জন্য আলোচিত ছিলেন শোয়েব। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলেও তা বাস্তবে রূপ নেয়নি। পাকিস্তানের ঘরোয়া দল স্টেট ব্যাংকের প্রধান কোচ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। পাকিস্তান ও ভারতের জাতীয় দল বা আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবেও কাজ করার ইচ্ছা জানিয়েছিলেন তিনি, যদিও তেমন কোনো প্রস্তাব বাস্তবায়িত হয়নি।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর শোয়েব আখতার মিডিয়া বিশ্লেষক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। নিয়মিত বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ধারাবাহিকভাবে কনটেন্ট তৈরি করছেন।
এদিকে নতুন মৌসুমকে সামনে রেখে ঢাকা ক্যাপিটালস দল গঠনে ব্যস্ত সময় পার করছে। সরাসরি চুক্তিতে তারা দলে নিয়েছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ, ব্যাটার সাইফ হাসান এবং বিদেশি তারকা অ্যালেক্স হেলস ও উসমান খানকে।