ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-সিলেটের পর এবার ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- নির্বাচনি আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে এবার পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেড়ার সিএন্ডবি মোড়ে বিক্ষোভে নামেন তারা।

এর আগে একই দিন সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন স্থানীয়রা। এবার সেই ধারাবাহিকতায় সীমানা পরিবর্তনের বিরোধিতা করে রাস্তায় নেমেছেন পাবনার মানুষ।

বিক্ষোভকারীদের দাবি, বেড়া উপজেলাকে অন্যায়ভাবে পাবনা-১ আসন থেকে বাদ দিয়ে পাবনা-২-তে যুক্ত করা হয়েছে, যা এলাকার মানুষের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। তাদের মতে, সাঁথিয়া ও বেড়া উপজেলাকে একসঙ্গে রেখেই পাবনা-১ আসন বহাল রাখা উচিত।

বিক্ষোভে অংশ নেওয়া মানুষজন ‘সীমানা বদল নয়, অধিকার চাই’, ‘বেড়া-সাঁথিয়ার বৈষম্য মানি না’, ‘অবৈধ গেজেট মানি না’ এমন নানা স্লোগান দেন। সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা।

এই কর্মসূচিতে বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। বিক্ষোভে নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাবিবুল ইসলাম জানান, পরিস্থিতি শান্তিপূর্ণ এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।