
রাইজিংসিলেট- নির্বাচনি আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে এবার পাবনার বেড়া উপজেলার বাসিন্দারা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেড়ার সিএন্ডবি মোড়ে বিক্ষোভে নামেন তারা।
এর আগে একই দিন সকালে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন স্থানীয়রা। এবার সেই ধারাবাহিকতায় সীমানা পরিবর্তনের বিরোধিতা করে রাস্তায় নেমেছেন পাবনার মানুষ।
বিক্ষোভকারীদের দাবি, বেড়া উপজেলাকে অন্যায়ভাবে পাবনা-১ আসন থেকে বাদ দিয়ে পাবনা-২-তে যুক্ত করা হয়েছে, যা এলাকার মানুষের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। তাদের মতে, সাঁথিয়া ও বেড়া উপজেলাকে একসঙ্গে রেখেই পাবনা-১ আসন বহাল রাখা উচিত।
বিক্ষোভে অংশ নেওয়া মানুষজন ‘সীমানা বদল নয়, অধিকার চাই’, ‘বেড়া-সাঁথিয়ার বৈষম্য মানি না’, ‘অবৈধ গেজেট মানি না’ এমন নানা স্লোগান দেন। সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান তারা।
এই কর্মসূচিতে বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। বিক্ষোভে নেতৃত্ব দেন বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির, সহ-সভাপতি সাজেদুল ইসলাম বিপু, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাবিবুল ইসলাম জানান, পরিস্থিতি শান্তিপূর্ণ এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।