
রাইজিংসিলেট- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী একইসঙ্গে ছয়টি সন্তান জন্ম দিয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনী ওয়ার্ডে স্বাভাবিক প্রক্রিয়ায় এই নবজাতকদের জন্ম হয়।
২৩ বছর বয়সী এই মায়ের নাম প্রিয়া। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। প্রিয়ার স্বামী হানিফ একজন প্রবাসী, বর্তমানে কাতারে অবস্থান করছেন।
পরিবারের একজন সদস্য জানান, প্রিয়া গর্ভধারণের ২৭ সপ্তাহে ছিলেন এবং এর আগে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানকার আল্ট্রাসনোগ্রামে পাঁচটি ভ্রূণের অস্তিত্ব ধরা পড়ে। গত ৯ সেপ্টেম্বর তিনি নারায়ণগঞ্জে বোনের বাসায় যান, পরে পেটে ব্যথা শুরু হলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
রবিবার সকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ মোট ছয়টি সন্তান প্রসব করেন। শিশুগুলোর ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে এবং প্রত্যেকেই অপরিপক্ব। তাদের শারীরিক অবস্থা জটিল হওয়ায় নবজাতকদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের আইসিইউতে এবং বাকি তিনজনকে স্থান সংকুলানের অভাবে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢামেকের নবজাতক বিভাগে কর্মরত চিকিৎসক ডা. নিলুফার ইয়াসমিন জানান, শিশুগুলো প্রিম্যাচিউর হওয়ায় ঝুঁকি রয়েছে। বর্তমানে দুই নবজাতকের অবস্থা সংকটজনক। যেকোনো সময় আরও শয্যা খালি হলে বাইরে পাঠানো তিন শিশুকেও ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।