ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঢামেকে একসঙ্গে ছয় নবজাতকের জন্ম, মায়ের বয়স মাত্র ২৩

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী একইসঙ্গে ছয়টি সন্তান জন্ম দিয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনী ওয়ার্ডে স্বাভাবিক প্রক্রিয়ায় এই নবজাতকদের জন্ম হয়।

২৩ বছর বয়সী এই মায়ের নাম প্রিয়া। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামে। প্রিয়ার স্বামী হানিফ একজন প্রবাসী, বর্তমানে কাতারে অবস্থান করছেন।

পরিবারের একজন সদস্য জানান, প্রিয়া গর্ভধারণের ২৭ সপ্তাহে ছিলেন এবং এর আগে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানকার আল্ট্রাসনোগ্রামে পাঁচটি ভ্রূণের অস্তিত্ব ধরা পড়ে। গত ৯ সেপ্টেম্বর তিনি নারায়ণগঞ্জে বোনের বাসায় যান, পরে পেটে ব্যথা শুরু হলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

রবিবার সকালে তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ মোট ছয়টি সন্তান প্রসব করেন। শিশুগুলোর ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে এবং প্রত্যেকেই অপরিপক্ব। তাদের শারীরিক অবস্থা জটিল হওয়ায় নবজাতকদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের আইসিইউতে এবং বাকি তিনজনকে স্থান সংকুলানের অভাবে বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢামেকের নবজাতক বিভাগে কর্মরত চিকিৎসক ডা. নিলুফার ইয়াসমিন জানান, শিশুগুলো প্রিম্যাচিউর হওয়ায় ঝুঁকি রয়েছে। বর্তমানে দুই নবজাতকের অবস্থা সংকটজনক। যেকোনো সময় আরও শয্যা খালি হলে বাইরে পাঠানো তিন শিশুকেও ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।