
রাইজিংসিলেট- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে সামনে রেখে আগারগাঁওয়ের নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকেই অতিরিক্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। এর আগের দিনও পুলিশের বাড়তি উপস্থিতি দেখা গেলেও আজ তা আরও বাড়ানো হয়েছে।
সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন।
এ উপলক্ষে নির্বাচন ভবনের ভেতর ও বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। স্থাপন করা হয়েছে ব্যারিকেড, চলছে তল্লাশি ও টহল কার্যক্রম। এছাড়া ভবনের আশপাশে মানুষের চলাচলেও কিছুটা সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।