
তরুণীকে মিথ্যা তথ্য দিয়ে আবাসিক হোটেলে নিয়ে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মো. মশিউর রহমান পুলক (২৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর স্টেশনরোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (১৩ অক্টোবর) বিকেলে এই তথ্য জানানো হয়।
এ বিষয়ে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১ জুন দুপুরে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। ওই তরুণীকে (২০) পুলক জানান যে, তার স্বামী অন্য এক নারীর সঙ্গে ফরিদপুর গুলবাগ এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। খবর পেয়ে তরুণী পুলককে সঙ্গে নিয়ে হোটেলে গেলে তিনি তরুণীকে একটি কক্ষে আটকে রাখেন। এরপর পুলকসহ অন্যান্য আসামিরা কক্ষে প্রবেশ করে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় ওই তরুণী নিজে ফরিদপুরের কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এরই প্রেক্ষিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আসামিদের অবস্থান শনাক্ত করে এবং রোববার রাতে তাকে গ্রেপ্তার করে।