
তাইজুলের লড়াইয়ে বাংলাদেশের ২৪৭ রান। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে চাপে পড়ে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। ৮ উইকেটে ২২০ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে তারা। লোয়ার অর্ডারে একপ্রান্ত আগলে রেখে গুরুত্বপূর্ণ ৩৩ রানের ইনিংস খেলেন তাইজুল ইসলাম। তার ব্যাটে শেষ ৩ উইকেটে যোগ হয় ৫০ রান।
৭৯.৩ ওভারে অলআউট হওয়া বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার সাদমান ইসলাম। মুশফিকুর রহিম ৩৫, লিটন দাস ৩৪ এবং মেহেদী হাসান মিরাজ ৩১ রান করেন।
শ্রীলঙ্কার হয়ে সোনাল দিনুশা ও আসিথা ফার্নান্ডো ৩টি করে, বিশ্ব ফার্নান্ডো ২টি, এবং থারিন্দু রত্নায়েকে ও ধনাঞ্জয়া ডি সিলভা ১টি করে উইকেট নেন।
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৪৭/১০ (তাইজুল ৩৩, সাদমান ৪৬, মুশফিক ৩৫; দিনুশা ৩ উইকেট)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।