গত ৬ জুলাই তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়ন রেজি নং চট্ট ২২১৪ এর ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়।
১৯ জুলাই শনিবার বিকেল ৩ টায় আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে দায়িত্ব গ্রহণ করলেন নির্বাচিত এই নতুন কমিটি।কমিটির প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন জুবায়েরের সভাপতিত্বে উক্ত শপথানুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় শপথ গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মো মনির হোসেন, সাধারণ সম্পাদক দিলিপ শর্মা,যুগ্ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ক্যাশিয়ার মো কবির হোসেন,প্রচার সম্পাদক মো সেলিম মিয়া,সমাজকল্যাণ সম্পাদক সুজন আহমদ,দপ্তর সম্পাদক মো শুক্কুর আলী,ক্রীড়া সম্পাদক লিটন আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার,সদস্য আব্দুল মুনাফ ও মো সিরাজুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ট্রেড ইউনিয়নের সকল শ্রমিকবৃন্দ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের বিশিষ্ট ব্যবসায়ীবর্গ।