
সিলেটের তামাবিল স্থল শুল্ক স্টেশনে আজ (বুধবার) সকাল ১০টার দিকে জব্দকৃত পণ্যের নিলামকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চক্র যারা দীর্ঘদিন ধরে চোরাচালানের সঙ্গে জড়িত, তারা নিলামে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে বাধা দেয়। এসময় প্রতিবাদ করলে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের সদস্য নূর উদ্দিন আহমদকে শুল্ক স্টেশনের সামনেই মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন।
এছাড়া সংঘর্ষে শ্রমিক বেঙ্গাই মিয়াও আহত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনার পর তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়ন এবং তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নিচ্ছে।
ভিডিওি লিংক — তামাবিলে নিলাম কেন্দ্র করে স ং ঘ র্ষ আ হ ত তিন